
আজিজুল ইসলাম শান্ত
"আমার নাম শান্ত।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করার পাশাপাশি গত চার বছর ধরে ফুডপ্যান্ডাতে রাইডার হিসেবে কাজ করছি।
বন্ধুর মাধ্যমে প্রথমে ফুডপ্যান্ডা সম্পর্কে জানতে পারি, তারপর থেকে এখানেই আছি। পড়াশুনার পাশাপাশি এখানে বন্ধুসুলভ কলিগ এবং ভালো কাজের পরিবেশ মিলিয়ে সুন্দর সময় কেটে যায়। কাজের যে দিকটা ভালো লাগে সেটা হচ্ছে মানুষের প্রয়োজনের সময় পাশে থাকতে পারা।
সময়মত গ্রাহকদের খাবার পৌঁছে দিয়ে তাদের হাসিটাই কাজের মুল প্রাপ্য আমার কাছে।
অনেকে অনেক সময় আমাদের সুপারহিরো বলে, তখন নিজেকে ছোটবেলা থেকে প্রিয় সুপারহিরো সুপারম্যানের মতো মনে হয় কিন্তু অনেক সময় খাবার পৌঁছে দিতে গেলে একটু দেরি হয়ে গেলে খুব খারাপ লাগে, বিশেষ করে গ্রাহকের মুখে যদি হাসি না দেখতে পাই।সবচেয়ে ভালো লাগে যখন গ্রাহকরা হাসিমুখে খাবার নেন, ধন্যবাদ জানান। এই হাসিগুলোই আমাকে প্রতিদিন সাহস যোগায়।
তাই এখনো এই কঠিন অবস্থায় মায়ের বকা-ঝকার পরেও কাজ করে যাচ্ছি। অনেক দুশ্চিন্তা হয় মায়ের, কিন্তু তাকে বোঝাতে হয় এই কঠিন সময় সবারই দরকার নিজের সাধ্যমত এগিয়ে আসার। নিজের জায়গাতে নিরাপদভাবে যতটুক সম্ভব দায়িত্ব পালন করার।"
