নগদে ক্যাশ সাবমিশনের নিয়ম কি ? শ্রীঘ্রই আমরা ক্যাশ সাবমিশনের জন্য নগদে শিফট করছি। আপনাকে আর হাব অফিস আসতে হবেনা টাকা জমা দেয়ার জন্য। আপনার কাছাকাছি নগদের যেকোনো উদ্যোক্তার কাছে যেয়ে আপনি ক্যাশ সাবমিট করতে পারবেন। দেখে নিন প্রসেস ফ্লো টা কি হবে ?
১. Hurrier এপ্লিকেশনটি RoadRunner এপ্লিকেশনে একজন রাইডারের ক্যাশ ব্যালেন্স এমাউন্ট কত সেটা পাঠিয়ে দিবে
২.রাইডার RoadRunner- এ ব্যালেন্স চেক করবে
৩.রাইডার নগদ নেটওয়ার্কের একজন মার্চেন্টের কাছে যাবেন এবং এজেন্টকে তার রাইডার আইডি নাম্বার এবং ক্যাশ জমা দিবেন
৪.নগদ এজেন্ট ক্যাশটি ফুডপান্ডার নগদ আ্যকাউন্টে জমা দিবেন
৫.নগদ ক্যাশ জমা হয়েছে বলে পুশ নোটিফিকেশন পাঠাবে। Hurrier-এ ব্যালেন্স আপডেট হয়ে যাবে
৬.RoadRunner-এ ব্যালেন্স আপডেট হয়ে যাবে
৭.RoadRunner-এ রাইডারের আপডেটেড ব্যালান্স দেখাবে
Check Out the Video