Check Customer Phone Number
কাস্টমারের সঠিক ঠিকানা এবং ফোন নম্বর কিভাবে দেখবেন ?
রোডরানারে অর্ডার পিকআপ করার পর কাস্টমারের ঠিকানা দেখতে চান ?
কাস্টমারের নামের উপরে ক্লিক করুন অথবা নামের পাশে যেই ৩টি ডট চিহ্ন আছে সেটায় ক্লিক করুন
এখানে যেয়ে সঠিক ঠিকানা ম্যাপে দেখুন এবং সেই অনুযায়ী ড্রপ অফ পয়েন্টে যেয়ে অর্ডার ডেলিভারি করুন।
রোডরানারে অর্ডার পিকআপ করার পর কাস্টমারের ফোন নম্বর কিভাবে দেখবো ?
ড্রপ অফ স্ক্রিনে এই চ্যাট অপশনটিতে ক্লিক করুন।
হয় কাস্টমারের সাথে চ্যাট করুন অথবা কল অপশনে ক্লিক করে ফোন দিন
আমরা সবসময় চাই আমাদের রাইডাররা কাস্টমারকে কম যোগাযোগ করুক কারণ আমাদের রাইডাররা সবসময় সময় সচেতন। আমরা চাই আপনারা কাস্টমারের সাথে চ্যাট করুন যদি কোনো সমস্যা হয় , চ্যাটে উত্তর না পেলে ফোন দিয়ে যোগাযোগ করুন।