
Proof of Delivery (ডেলিভারির প্রমান)
আমাদের মনে রাখা প্রয়োজন যে কাস্টমার অর্ডার করার পর যেই লোকেশনটি দেয়া থাকে একদম সেই পিন লোকেশনেই আমাদের খাবার ডেলিভারি করতে হবে।
এবং এখন থেকে পিন লোকেশন এ ডেলিভারি করার পর অনেকসময় dropoff দেয়ার আগে আপনাকে প্রমান হিসেবে একটি ছবি তুলে আপলোড করতে হবে। অনেক সময় হতে পারে আপনি ড্রপ অফ লোকেশন থেকে দূরে তখন এই ফীচারটি আসবে এবং আপনাকে ছবি তুলে আপলোড করে ড্রপ অফ দিতে হবে
খুবই সহজ প্রক্রিয়া :
পিন লোকেশনে যাবেন তারপর খাবার এবং ইউনিট (বাড়ির নম্বর/বিল্ডিং এর ছবি/ফ্লাট নম্বর) এর পরিষ্কার একটি ছবি তুলবেন এরপর সেটি আপলোড করবেন তারপর droppff দিবেন
কিছু গুরুত্বপূর্ণ নিয়ম :

ফোন থেকে পুরানো ছবি আপলোড করবেন না। পিন লোকেশনে যেয়ে ছবি তুলবেন তারপর আপলোড করবেন।

খাবার এবং পিন লোকশনের পরিষ্কার ছবি দিবেন

পাণ্ডামার্ট এর ক্যানসেল অর্ডার ফেরত পিকারের হাতে দেয়ার সময় সেটির পরিষ্কার ছবি তুলে আপলোড করবেন
যেভাবে ছবি তুলতে হবে


Next/পরবর্তী বাটনটিতে চাপুন
(1)
(2)

(3)
যেভাবে ছবি তুললে হবেনা
