
রাইডার স্কোর
স্কোর এবং ব্যাচ সিস্টেম
আমাদের স্কোর কি কি জিনিসের উপর নির্ভর করে ?
-
Acceptance Rate
-
Actual VS Planned Hours
-
Special Hours

আপনার কাছে যেকয়টি অর্ডার আসছে সেখান থেকে আপনি যে কয়টি গ্রহণ করছেন সেটি হচ্ছে আপনার Acceptance Rate

শিফট শুরু হওয়ার নির্ধারিত সময়ের পরে আসলে (Late Login),আপনার Actual Hours কমে যাবে।

আপনি যতক্ষনের শিফট বাছাই করেছেন সেটি হচ্ছে Planned Hours এবং আপনি যতোটুকু সময় কাজ করেছেন তা হচ্ছে Actual Hours

শিফট চলাকালীন সময়ে কাজে কোনো কারনে বিরতিতে পড়লে (Break or auto break), Actual Hours কমে যাবে।

শিফট নিয়ে কাজে না আসলে (No Show), আপনার Actual Hours কমে যাবে।

এখন থেকে আপনার কাজের এক সপ্তাহের ফলাফল দেখে পরের এক সপ্তাহের Batch নির্ধারণ করা হবে।
ডিসটেন্স বেসড পেমেন্ট জোনের জন্য স্কোরিং
আপনার বর্তমান স্কোর ট্যাব (RoadRunner)
আমাদের পেমেন্ট এখন দুরুত্বের উপর নির্ভর করে ; কিন্তু শুধু দূরত্বই কি একমাত্র উপাদান ?
না। আমাদের পেমেন্ট নির্ভর করবে আপনার ব্যাচ কত সেটার উপরেও। আপনার ব্যাচ যত বেশি আপনার ব্যাচ পেমেন্ট তত বেশি।
এজন্য ব্যাচ সবসময় সবার উপরে রাখতে হবে।

আপনি এখন কোন ব্যাচে আছেন?
আপনার কাছে যতসংখ্যক অর্ডার এসেছে তারমধ্যে আপনি কত পার্সেন্ট অর্ডার Accept করেছেন
আপনার Actual শিফট hours
আপনি কতঘন্টা স্পেশাল hours-এ কাজ করেছেন
শিফট নেয়া
-
স্কোর অনুযায়ী রাইডারদের ৪টি ব্যাচে ভাগ করা হয়
-
ব্যাচ অনুযায়ী শিফট নেয়া যাবে
-
এক সপ্তাহ পরপর স্কোর অনুযায়ী ব্যাচ দেয়া হয়
-
নতুন রাইডার ব্যাচ ৪ থেকে শুরু করে (প্রথম এক সপ্তাহ)
